প্রকাশিত: Sat, Feb 18, 2023 2:07 PM
আপডেট: Mon, Jan 26, 2026 11:51 AM

আগামী বছরের মার্চে রাজাকারের তালিকা প্রকাশ: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মঈন উদ্দীন: আ ক ম মোজাম্মেল হক বলেছেন, নীতিমালা তৈরি হয়েছে। কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে তা করা হয়তো সম্ভব হবে না। তবে আগামী বছরের মার্চে তালিকা প্রকাশ করা সম্ভব হবে। শনিবার রাজশাহীর বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা জানান। এ ছাড়া বিএনপির চলমান পদযাত্রা কর্মসূচি বিষয়ে মন্ত্রী বলেন, পদযাত্রা করে সরকার পতন করা যায় এমন কোন নজির নেই।

এর আগে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক শনিবার দুপুরে বাগমারায় পৌঁছে বঙ্গবন্ধু কমপ্লেক্স ঘুরে দেখেন। এরপর তিনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে বাগমারা নিউ মার্কেট মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জি. এনামুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান উপস্থিত ছিলেন। সম্পাদনা: খালিদ আহমেদ